Monday, January 24, 2011

অনলাইনে ফন্ট পরিবর্তন

কম্পিউটারে ইউনিকোড ফন্ট ইন্সটল করা না থাকলে সাধারণত ইউনিকোডে লেখা ফাইল পড়া যায় না। আবার বিজয় ফন্ট ইন্সটল না থাকলে বিজয় ব্যবহার করে লেখা ফাইল পড়া যায় না। অনলাইনে এক ফন্ট থেকে অন্য ফন্টে পরিবর্তন করতে প্রথমে এই ওয়েবসাইটে যান। ইউনিকোড থেকে বিজয় ফন্টে পরিবর্তন করার জন্য প্রথম বক্স আপনার লেখা পেস্ট করুন এবং 'পুরনো বাংলায় নিচে বদলে আনো' অপশনে ক্লিক করুন। বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার জন্য আপনার লেখা পেস্ট করে এবং ইউনিকোডে 'ওপরে বদলে নাও' অপশনে ক্লিক করুন।

No comments:

Post a Comment